অনেক দিনের ইচ্ছে থাকা সত্ত্বেও সময়ের এভাবে বইটা পড়া হচ্ছিলো না। গরমের এক পড়ন্ত দুপুরে তুলে নিলাম মহাস্বেতা দেবীর “হাজার চুরাশির মা”। প্রথম পাতা থেকেই হৃদয় বিদীর্ণ করা কষ্টের স্রোতে বাসতাম লাগলাম। হয় তো সদ্য মা হয়েছি বলে আরো কষ্ট পাচ্ছিলাম এক একটা পাতা উল্টাতে। নক্সালবাদী ছেলে ব্রতীর আকস্মিক মৃত্যু সুজাতাকে এনে দাঁড় করে অনেকContinue reading “হাজার চুরাশির মা”